ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মালয়েশিয়ায় প্রবাসীদের দেওয়া এই খবরটি ভূয়া: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২২ ১৮:৪০:৪৫
মালয়েশিয়ায় প্রবাসীদের দেওয়া এই খবরটি ভূয়া: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সম্প্রতি ভাইরাল হওয়া জাল বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৫ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রকল্প চালু হবে।

“এই বিষয়ে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯ জুন এক বিবৃতিতে জানানো হয়েছে, এখনো মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য রিহায়রিং (বৈধ প্রকল্প) চালু হয়নি। এই ধরনের কোনো ঘোষণা দেয়নি সেদেশের সরকার।”

উল্লেখ্য সম্প্রতি সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ অভিবাসীদের বৈধতা আনার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

তিনি উল্লেখ করেন, করোনা পরিস্থিতি ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বৈধতার বিষয় প্রাধান্য পায়। যদি অবৈধ হয়, বৈধতা দেওয়া হয় তাহলে ডিটেনশন ক্যাম্প ও জেলে আটককৃতদেরও বৈধতার সুযোগ দেওয়া উচিত। আমাদের দেশের মালিকরা যদি চায়, তাহলে সেখান থেকেও নিতে পারবে।

তিনি আরো বলেন, এই বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও ইমিগ্ৰশন বিভাগের সাথে আলোচনা চলছে।

সেই সুবাদে এক শ্রেনীর প্রচারকরা অবৈধ অভিবাসীদের বৈধতা শুরু হচ্ছে ১৫ জুলাই থেকে, যা শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে বলে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি ভাইরাল করে। ওই বিবৃতির পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ফেইসবুক পেইজে এই ধরনের গুজব থেকে সেদেশে অবস্থানরত বিদেশিদের সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ অভিবাসীদের থেকে অবৈধ অভিবাসী বেশি বলে জানান মালয়েশিয়ার এমপ্লয়ার্স ফেডারেশন। মালয়েশিয়ায় ২.২ মিলিয়ন বৈধ কর্মীর বিপরীতে ৩.৩ মিলিয়ন অবৈধ শ্রমিক থাকতে পারে বলে মনে করেন।

এ বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব হেদায়েতুল ইসলাম মন্ডল বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধদের বৈধকরণের বিষয়টি প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে, এটি এখনও চুড়ান্ত হয়নি।

তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি গুজব ছড়ায় তাহলে এর কোন ভিত্তি নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে