ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২১ ২২:১২:২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকা।

এদিকে সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ভারতের মিজোরাম, গোয়াহাটি, হাইলাকান্দি, বাংলাদেশের কক্সবাজার ও সিলেটের আশেপাশের এলাকায় মৃদু কম্পন অনুভুত হয়।

জানা যায়, সিলেটেও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে এবং কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে। এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট। ফলে মৃদু ভূমিকম্পেও এই এলাকায় আতঙ্ক দেখা দেয়।

এদিকে ভূকম্প শুরু হওয়ার পর সিলেট নগরের বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে। রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে