ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

ইতালিতে বাংলাদেশিদের জন্য জরুরী সংবাদ

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২১ ২১:০৫:১০
ইতালিতে বাংলাদেশিদের জন্য জরুরী সংবাদ

এর প্রতিবাদে ইতালির বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। তাদের অভিযোগ দালালদের সুযোগ করে দিতেই অসহযোগিতা করছে দূতাবাস। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

করোনা মহামারীর প্রকোপ কমার পর বৈধকরণ প্রক্রিয়া শুরু করে ইতালি সরকার। এতে সুযোগ সৃষ্টি হয় অবৈধ বাংলাদেশিদেরও। দ্রুত পাসপোর্ট এবং প্রয়োজনীয় সনদ জমা নেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দূতাবাস। কিন্তু প্রবাসীরা সামাজিক দূরত্বের তোয়াক্কা করছেন না, এমন অভিযোগ এনে দূতাবাস পরবর্তীতে এ সিদ্ধান্ত থেকে সরে আসে।

প্রবাসীদের অভিযোগ, দালালদের স্বার্থ রক্ষার জন্য কাগজ জমা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দূতাবাস।

তবে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রবাসমেইলের কাছে দাবি করেন, দূতাবাসে দুর্নীতি বা দালালের কোনো সুযোগ নেই। একইসঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশিকে সনদ দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

গত ২০ মে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দেয় ইতালি সরকার। দেশটিতে রয়েছে ২০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে