ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

সৌদিতে বাংলাদেশী প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল বাংলাদেশ রাষ্ট্রদূত

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২০ ২৩:৩১:৪৪
সৌদিতে বাংলাদেশী প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল বাংলাদেশ রাষ্ট্রদূত

পাশাপাশি বাংলাদেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতেও শোক প্রকাশ করেন তিনি।

সম্প্রতি সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও হজ মিশনের কর্মকর্তাদের এক অনলাইন সভায় এ শোক জানানো হয়। একইসঙ্গে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, ‘সৌদি আরবে করোনায় এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ৪ জন বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন, যারা সৌদিতে কর্মরত অবস্থায় সংক্রমিত হয়েছেন।’

রাষ্ট্রদূত গোলাম মসীহ্ বলেন, চলমান করোনা সংকটাবস্থায়ও আমরা প্রবাসীদের সকল সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ (ত্রিশ) হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করেছি।

“সৌদি আরবের সকল প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসাপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।”

“মৃত প্রবাসীদের লাশ দাফনে জরুরি ভিত্তিতে সকল আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া, এখানে আটকে পড়া প্রবাসীদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করা হচ্ছে।”

তিনি বলেন, ‘প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রেখেছি। এছাড়া প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমেও দূর-দূরান্তে অবস্থিত প্রবাসীদের সেবা প্রদান করা হচ্ছে।’

এসময় সৌদিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসী যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহর প্রতি বিশেষ ধন্যবাদ জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে