ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাসঃ আবারও আক্রান্তের রেকর্ড গড়লেন ভারত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১৯ ১১:৪৮:৪০
করোনা ভাইরাসঃ আবারও আক্রান্তের রেকর্ড গড়লেন ভারত

বাংলাদেশের প্রতিবেশী এই দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজারের বেশি। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে ৬৩ লাখ নমুনা পরীক্ষায়, পজেটিভ ৩ লাখ ৮২ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে প্রায় সাড়ে ৩শ’ মানুষের।

ফলে মোট মৃত্যু ছাড়িয়েছে ১২ হাজার ৬শ’। এদিন ২৪ ঘণ্টার হিসেবে রাজ্যভিত্তিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে দিল্লি, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ আর তেলেঙ্গানা। আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

সংক্রমণ ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে রাজ্যটিতে। মারা গেছেন ৫ হাজার ৭শ’র বেশি মানুষ। সংক্রমণে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন দু’লাখের বেশি মানুষ। এদিকে প্রতিবেশি পাকিস্তানেও মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ লাখ ৬০ হাজারের বেশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে