ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সকল দেশে প্রবাসীদের জন্য সুখবর, উন্মুক্ত হচ্ছে আরও আন্তর্জাতিক ফ্লাইট

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১৮ ১৫:৫৮:২৯
সকল দেশে প্রবাসীদের জন্য সুখবর, উন্মুক্ত হচ্ছে আরও আন্তর্জাতিক ফ্লাইট

তবে করোনা পরিস্থিতির কারণে এখনও বিভিন্ন দেশে আকাশপথে যাতায়াতে নিষেধাজ্ঞা থাকায় সীমিত আকারেই চলবে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী পরিবহন। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ৩০ মার্চ থেকে চীন ছাড়া অন্যান্য দেশের সঙ্গেও বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল। তবে কাটতে শুরু করেছে অচলাবস্থা। ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে আন্তর্জাতিক রুট। ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট দোহার উদ্দেশে যাত্রা করে। আপাতত কেবল কাতার এয়ারওয়েজই ঢাকা-দোহার রুটে যাত্রী পরিবহন করবে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক এর চেয়ারম্যান মফিদুর রহমান জানিয়েছেন, এ মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন রুটের নিয়মিত ফ্লাইট। অন্যান্য দেশে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে বিমানের ফ্লাইট চলবে বলেও জানান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

দেশীয় চার এয়ারলাইন্স সংস্থা ১৮ দেশের ২৩টি গন্তব্যে যাত্রী পরিবহন করলেও করোনা পরিস্থিতিতে লন্ডন, দোহা ও চীন বাদে সবকটি গন্তব্যে এখনো যাত্রী পরিবহনে সংশ্লিষ্ট দেশের নিষেধাজ্ঞা রয়েছে। বেবিচক বলেছে, ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সব এয়ারলাইন্স ও যাত্রীদের শারীরিক দূরত্ব ও পরিচ্ছন্নতার বিধি মেনে চলতে হবে। এয়ারক্রাফটের ধারণক্ষমতার ৭৫ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।

যাত্রীদের বসার ক্ষেত্রে দূরত্ব নিশ্চিত করতে হবে। যাত্রীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিতে হবে। আসা যাওয়ার আগে করতে হবে এয়ারক্রাফট ‘স্যানিটাইজ’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে