ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

করোনায় আক্রান্ত চীন থেকে অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরা করোনাযোদ্ধা পরাগ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১৭ ১৯:০১:০৭
করোনায় আক্রান্ত চীন থেকে অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরা করোনাযোদ্ধা পরাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি। বুধবার (১৭ জুন) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে কাজী পরাগ বলেন, সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার কাজ করছিলাম। কয়েক দিন আগে দুর্বলতা অনুভব করায় গ্রামের বাড়ি চলে যাই। এরপর রংপুরে নমুনা পরীক্ষা করাই। সোমবার করোনা পজিটিভ আসে আমার।

উপসর্গের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শরীরে কোনো উপসর্গ নেই। সর্দি না থাকলেও ঘ্রাণ ক্ষমতা হ্রাস পেয়েছে। এটাও করোনা পজিটিভ হওয়ার লক্ষণ।

এর আগে চীনে করোনা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দেশে ফিরেও বসে থাকেননি। দেশে যখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং নতুন নতুন ল্যাবের প্রয়োজন দেখা দিচ্ছে তখনই বন্ধু ও সহপাঠীদের সঙ্গে নিয়ে করোনাযুদ্ধে নামেন তিনি। এরই মধ্যে নিজেই আক্রান্ত হলেন।

এর আগে রংপুর মেডিকেল, রংপুর সিএমএইচ, বগুড়া সিএমএইচ, কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং এখন নোয়াখালী মেডিকেল কলেজসহ দেশের আটটি ল্যাবে কাজ করেছেন তিনি।

পরবর্তীতে যাওয়ার কথা ছিল ভোলায় করোনার পরীক্ষার জন্য। সুস্থ হলে আবার কাজে যোগদানের কথা জানান এই করোনাযোদ্ধা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে