ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

করোনা ভাইরাসঃ উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুজনের মৃত্যু

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১৫ ২১:৩৫:৩০
করোনা ভাইরাসঃ উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুজনের মৃত্যু

মৃত দুই ব্যক্তি হলেন- সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মান্দার সরদারের ছেলে শাহাবুদ্দিন সরদার (৭০) ও দেবহাটা উপজেলার টাউন-শ্রীপুর এলাকার মৃত ঠাকুর চরণের ছেলে রাধাকান্ত চরণ (৭৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৮ জুন রাধাকান্ত ও ১৪ জুন শাহাবুদ্দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শাহাবুদ্দিন ও সকাল ১০ টায় রাধাকান্ত মারা যান। তারা দুজন যেদিন মেডিকেলে ভর্তি হয়েছিলেন ওই দিনই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

তিনি আরও জানান, যথাযথ নিয়ম মেনেই ইসলামিক ফাউন্ডেশন থেকে তাদের মরদেহ দাফন করা হবে।

এদিকে, এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে