ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

দেশে ফিরেছেন আরও ১৭৫ প্রবাসী বাংলাদেশি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১৫ ১৪:২১:১৯
দেশে ফিরেছেন আরও ১৭৫ প্রবাসী বাংলাদেশি

জানা যায় যে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে সোমবার (১৫ জুন) স্থানীয় সময় আনুমানিক রাত ১০টা ১৫ মিনিটের দিকে।

এই ফ্লাইটটি আটকে পরা বাংলাদেশিদের নিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরার দ্বিতীয় বিশেষ ফ্লাইট। এর আগে গত ৮ মে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে ১৫৭ জন আটকে পরা বাংলাদেশি যাত্রী মেলবোর্ন থেকে ঢাকায় ফেরেন।

সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় অস্ট্রেলিয়ায় আটকে পরা বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন এই দুটি বিশেষ ফ্লাইটের সার্বিক ব্যবস্থা গ্রহণ করে। প্রথম ফ্লাইটের মতো দ্বিতীয় ফ্লাইটের আয়োজনে সহযোগিতা করে মেলবোর্ন ভিত্তিক মিল্টন ট্রাভেল সেন্টার।

বাংলাদেশ হাইকমিশনের ‘নিডস্ অ্যাসেসমেন্ট’ এর রেজিস্ট্রেশন অনুযায়ী এই দুটি ফ্লাইটে অস্ট্রেলিয়ায় আটকে পরা বাংলাদেশিদের বেশিরভাগ দেশে ফেরত গেলেন। শিগগিরই বেশকিছু গন্তব্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিমান চালু হতে যাচ্ছে। ফলে অস্ট্রেলিয়া থেকে বিশেষ ফ্লাইট আয়োজনের আর কোনও প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে