ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সুশান্তের মৃত্যতে যা বললেন সাকিবপত্নীর উম্মে শিশির

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১৪ ২১:১৪:৫৬
সুশান্তের মৃত্যতে যা বললেন সাকিবপত্নীর উম্মে শিশির

রোববার (১৪ জুন) সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে নিজের ফেসবুকে সুশান্তের ছবি পোস্ট করে বাংলাদেশ ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিবপত্নী শিশির লিখেছেন, কতটা দুঃখের সংবাদ! ডিপ্রেশন খুবই ভয়ংকর। একজন মানুষকে দেখে কখনো বোঝা যায় না এটা কতটা গোপন থাকে। কাজেই যাকে চেনেন না এমন কাউকে তার বাইরের রূপ দেখে কখনো বিচার করবেন না।

এদিকে এ বলিউড তারকার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন দাসও। নিজের ফেসবুক পেজে সুশান্তের ছবি পোস্ট করে তিনি লিখেছেন আমি বিস্মিত!

বলিউডে সুশান্ত পদার্পণ করেন ২০১৩ সালে। মাত্র ৩৪ বছর বয়সী এই অভিনেতার ঝুলিতে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বকশী’, ‘রাবতা’, ‘কেদারনাথ’ এবং সবশেষ ‘ছিছোরে’র মতো জনপ্রিয় অনেক সিনেমা রয়েছে।

এর আগে টেলিভিশনে তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন। স্টার প্লাসে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ এবং জি টিভিতে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের জন্য দর্শকদের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন সুশান্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে