ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১

আজ দেশে ফিরল আরও ২৪ আটকে পড়া বাংলাদেশি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১৩ ২২:১৪:২৭
আজ দেশে ফিরল আরও ২৪ আটকে পড়া বাংলাদেশি

আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে অনেক বাংলাদেশি ভারতের বিভিন্ন রাজ্যে আটকা পড়েছেন। গত এক সপ্তাহ বন্ধ থাকার পর প্রথম দফায় শনিবার দুপুরে ভারতে আটকে পড়া ২৪ জন বাংলাদেশি আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে দেশে ফিরেন। পরে তাদেরকে বিশেষ নিরাপত্তার মধ্যদিয়ে অ্যাম্বুলেন্সে করে জেলার বিজয়নগর উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এর আগে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করে।

দেশে ফেরা ২০ জনের মধ্যে ৯ নারী ও দুই শিশুসহ ১৩ জন পুরুষ রয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল হামিদ যুগান্তরকে বলেন, ইমিগ্রেশন সম্পন্ন করে ২৪ জনকে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে