ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

প্রবাসীদের স্বজনদের জন্য বিশাল সুসংবাদঃ দেশে ফিরলেন আরও ৩৯১ বাংলাদেশি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১৩ ১৬:৩৪:২২
প্রবাসীদের স্বজনদের জন্য বিশাল সুসংবাদঃ দেশে ফিরলেন আরও ৩৯১ বাংলাদেশি

তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বহনকারী ফ্লাইটটি ভোর ৪টা ৩৬ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

দেশে ফেরার পর তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এর আগে গতকাল ইতালির রোম শহরে আটকে পড়া ২৮৭ বাংলাদেশি দেশে ফেরেন। তারও আগে ১১ জুন দোহা থেকে বাংলাদেশে আসেন ৪০৯ বাংলাদেশি। ৬ জুন মালদ্বীপ থেকে আসেন ২৬৫ বাংলাদেশি। ৩ জুন কুয়ালালামপুর থেকে ফেরেন ১৪০ বাংলাদেশি, ৩১ মে দুবাই থেকে আসেন ২৬২ বাংলাদেশি। ২২ মে ভারতের কলকাতা থেকে আসেন ৭৪ বাংলাদেশি, ১৬ মে মালদ্বীপ থেকে আসেন ৩৫৩ বাংলাদেশি, ১২ মে মুম্বাই থেকে আসেন ৮৮ জন, ৫ মে বিকেলে দিল্লী থেকে আসেন ১৩০ জন, ৩ মে সন্ধ্যায় মুম্বাই থেকে আসেন ১৫২ জন একই দিন বিকেলে কলকাতা থেকে আসেন ৫৯ জন এবং ২ মে ভারতের দিল্লীতে আটকা পড়া ১৫১ বাংলাদেশি নাগরিক বাংলাদেশ বিমানে করে দেশে ফেরেন।

উল্লেখ্য, গত ১জুন থেকে সীমিত পরিসরে চালু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট। আর প্রায় ৩ মাসের মতো বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৬ জুন থেকে। তবে কিছু কিছু দেশ বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। সেজন্য প্রথমে লন্ডন ফ্লাইট চালু করবে। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য দেশগুলো নিষেধাজ্ঞা তুলে নিলে সেসবস দেশেও ফ্লাইট চালু হবে বলে জানা গেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে