ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আরো ২ জন চিকিৎসকের প্রান কেড়ে নিল করোনা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১২ ২২:৪৭:০৬
আরো ২ জন চিকিৎসকের প্রান কেড়ে নিল করোনা

অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার প্রান হারিয়েছেন করোনায়।

আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মাহমুদ মনোয়ার। এর আগে শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন, প্রায় ১৫ দিন আগে গাজী জহিরুল হাসানের কোভিড-১৯ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

অধ্যাপক জহিরুলের মৃত্যুতে শোক জানিয়ে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, তিনি একজন দক্ষ চিকিৎসক ছিলেন। চিকিৎসা শিক্ষায়ও তার অনেক অবদান ছিল। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।

এদিকে করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার। টানা চারদিন করোনার সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই চিকিৎসক।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন বলেন, উনার অনেক সমস্যা ছিল। হার্ট অ্যাটাক ছিল আগের লাঙ্স-এর সমস্যা ছিল। ডায়াবেটিস ছিল। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. মাহমুদ মনোয়ারের স্ত্রীও একই হাসপাতালের চিকিৎসক। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনিও রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে