ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

করোনা মধ্যে নতিন আতঙ্কে রাজধানীবাসী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১২ ১৮:২৯:৪১
করোনা মধ্যে নতিন আতঙ্কে রাজধানীবাসী

করোনা দুর্যোগে অনেকটাই চোখের আড়ালে ডেঙ্গুর আতঙ্ক। কিন্তু দু'দিন পর বর্ষা। যদিও এরইমধ্যে শুরু হয়েছে বৃষ্টি। আর এতেই বেড়েছে মশা জন্মানোর সুযোগ। সম্প্রতি দুই সিটি করপোরেশন শুরু করেছে মশক নিধন অভিযান। উত্তর সিটিতে শুরু হওয়া বিশেষ অভিযানের ৭ম দিন ছিল শুক্রবার। রাজধানীর সাঁতারকুলে অভিযান চলার সময় একটি বাসায় বিপুল পরিমাণ এডিসের লার্ভাও দেখতে পান কর্মকর্তারা।

ধ্বংস করা হয় লার্ভা কিন্তু জরিমানা করা হয়নি মালিককে। কারণ ছিলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই এলাকার অপর একটি বাসাতেও দেখা মেলে এডিস জন্মানোর উপযুক্ত একাধিক স্থান।

উত্তর সিটিতে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চলার কথা। মাত্র দু'ঘণ্টার অভিযানে সকাল ১০টাতেও সব টিমকে মাঠে পাওয়া যায়নি আজ।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, জনগণ যেমন সচেতন নন, তেমনি মশা নিধনের অভিযানগুলোও চলে লোক দেখানো।

বর্ষা সামনে রেখে জুন জুলাই ও আগস্ট মাসে ১০ দিন করে মোট ৩০ দিনের বিশেষ অভিযান চালাবে উত্তর সিটি করপোরেশন এবং দক্ষিণ সিটি বলছে তাদের অভিযান শুরু হয়েছে ৭ জুন থেকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে