ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

আরও এক ধাপে বাড়ছে ভারতে লকডাউনের মেয়াদ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১২ ১৮:০০:৫৩
আরও এক ধাপে বাড়ছে ভারতে লকডাউনের মেয়াদ

দেশটির অন্যান্য রাজ্যের মতো দিল্লিতে গাণিতিক হারে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। এমন অবস্থায় দিল্লিতে ফের লকডাউন বাড়নো হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে, রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউন আর না বাড়ানো কথা জানানো হয়।

শুক্রবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, লকডাউনের মেয়াদ আর বাড়ানো হবে না। করোনার সঙ্গে এবার সরাসরি লড়তে হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, দিল্লিতে করেনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের জল্পনা-কল্পনা শুরু হতে থাকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ১৫ জুন থেকে ৩১ জুন পর্যন্ত আবার লকডাউন আসছে। এমন পরিস্থিতিতে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী লকডাউনের বিষয়টি জনসম্মুখে খোলসা করেন।

রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।

এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তার সরকার অনুমান করছে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৫ লাখ হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে