ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

দেশের এই অঞ্চলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১২ ১১:৩৯:৪১
দেশের এই অঞ্চলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে

এমন পরিস্থিতির জন্য লকডাউন তুলে ঈদের কেনা কাটায় ভিড় জমানোকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। আর জেলা প্রশাসক বলছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ সতর্ক করেও লাভ হচ্ছে না।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দিন। করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর প্রথম পাঁচশ জন আক্রান্ত হয়েছিলেন ৫৬ দিনে। আর আক্রান্তের সংখ্যা জুনে হাজার ছাড়িয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, প্রথম মাস থেকে দ্বিতীয় মাসে চারগুণ হয়েছে। আর দ্বিতীয় মাসে ৪ হাজার ৪৩ ছিলো। এই মাসে এটা কমপক্ষে ৯ থেকে ১০ হাজার হবে।

এমন পরিস্থিতির জন্য ঈদের আগে বাজার উন্মুক্ত করে দেয়াকে দায়ী করছেন সিলেটের স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও কোভিড ১৯ সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. মুজিবুল হক।

তিনি বলেন, এখানে কেউই স্বাস্থ্যবিধি মানে না। একই সঙ্গে মার্কেটগুলোতে সীমিত পরিসরে না, মার্কেটগুলোতে বড় ধরনের ভীড় ছিলো।

আর জেলা প্রশাসক বলছেন, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ১৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ সতর্ক করেও লাভ হচ্ছে না।

সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম বলেন, আমরা অভিযান পরিচালনা করেছি। সেসময়ে ২৬৯ জনকে আর্থিক জরিমানা করেছি। একযোগে আমাদের অভিযানটি চলছে।

জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৩ জন। আর মারা গেছে ৩১ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে