ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

এই এলাকায় দুপুর ১২টা থেকে চলছে লকডাউন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১০ ১৬:৩৯:৩৯
এই এলাকায় দুপুর ১২টা থেকে চলছে লকডাউন

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার নতুন করে ১৪ জন ও মঙ্গলবার ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৭১ জন। এ ঘটনায় বান্দরবান পাঁচ উপজেলা ও দুই পৌরসভা এলাকাকে রেড জোন ঘোষণা করেছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।

এর আগে গত ৬ জুন বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রেড জোন ঘোষিত এলাকায় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক, মানবিক সহায়তা/ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন, জরুরি ওষুধ, চিকিৎসা উপকরণ, কৃষি উপকরণ ও পণ্যবাহী যানবাহন ছাড়া সবধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে রেড জোন ঘোষিত এলাকাগুলোতে হাট-বাজার, দোকানপাট ও সবধরণের যান চলাচল বন্ধ রয়েছে। লোকজন চলাচল থাকলেও তা খুবই সীমিত। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে তেমন কোনো মানুষকে বের হতে তেমন দেখা যায়নি।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, বান্দরবান সদরে সোমবার নতুন করে ১৪জন ও মঙ্গলবার ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৭১ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে