ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের দেহকে যে সম্মান প্রদান ও কবর দেওয়া হল যেখানে

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ১০ ১২:৩০:১৯
নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের দেহকে যে সম্মান প্রদান ও কবর দেওয়া হল যেখানে

এদিকে, পনেরতম দিনের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভে বাংলাদেশিরাও সংহতি প্রকাশ করেন। এরমধ্যেই যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় এক হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে।

পুলিশি নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু হলেও তার শেষযাত্রা ছিল রাজকীয়। তিনটি ঘোড়ার গাড়িতে করে ফ্লয়েডের মরদেহ নিয়ে যাওয়া হয় কবরস্থানে। সেখানে মায়ের কবরের পাশে শায়িত হন তিনি।

এর আগে মঙ্গলবার ফ্লয়েডের নিজ শহর টেক্সাসের হিউস্টনে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন, কান্নায় ভেঙে পড়েন। ভিডিও বার্তায় ফ্লয়েডকে স্মরণ করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এদিনও প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয় রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে। পেনসিলভেনিয়ার কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ফিলাডেলফিয়া শহরে স্থানীয় কাউন্সিলম্যানের উদ্যোগে সংহতি সমাবেশ হয়। এসময় বাংলাদেশিরাও তাদের বক্তব্য তুলে ধরেন।

এদিকে, নিউইয়র্কের বাফেলোতে পুলিশের ধাক্কায় ৭৫ বছরের শেতাঙ্গ বৃদ্ধ আহত হওয়ার ঘটনাকে এক টুইটে সাজানো ঘটনা হতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের এই বক্তব্যের পর এ নিয়ে নিশ্চুপ রয়েছেন রিপাবলিকান নেতারাও।

যুক্তরাষ্ট্রে একদিকে চলছে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ, অন্যদিকে, বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবার একদিনে ২০ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে এক হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ পঞ্চাশ হাজার, মৃত্যু এক লাখ ১৪ হাজারেরও বেশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে