ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

এবার করোনা নিয়ে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ০৯ ১৫:২৫:৫৩
এবার করোনা নিয়ে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তাদের মতে, উপসর্গহীনদের নিয়ে খুব বেশি চিন্তা না করে এখন উপসর্গ দেখা দেয়া রোগীদের শনাক্ত করে আলাদা রাখাটাই গুরুত্বপূর্ণ।

ডব্লিউএইচওর এমার্জিং ডিজিজেস অ্যান্ড জুনোসিস ইউনিটের প্রধান ডা. মারিয়া ভ্যান কারখোভ জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে, উপসর্গহীন ব্যক্তিরা দ্বিতীয় কাউকে আক্রান্ত করেছেন এমন ঘটনা অত্যন্ত বিরল।

এর আগে উপসর্গহীন করোনা রোগীরা এ প্রাণঘাতী ভাইরাস সংক্রমণের বড় মাধ্যম হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, করোনাভাইরাস সংক্রমণের প্রধান মাধ্যম এটা নয়।

মারিয়া বলেন, আমাদের কাছে বেশ কয়েকটি দেশের তথ্য রয়েছে যারা খুব ভালোভাবে সংক্রমণের যোগসূত্র পর্যবেক্ষণ করছে। তারা উপসর্গহীনদের অনুসরণ করছে, তাদের যোগাযোগ পর্যবেক্ষণ করছে। এতে তারা দ্বিতীয় সংক্রমণ দেখতে পাচ্ছে না। এটা খুবই বিরল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে