ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

করোনা ভাইরাসঃ এগিয়ে এলেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ০৮ ১৭:৫৯:২৪
করোনা ভাইরাসঃ এগিয়ে এলেন সুমাইয়া শিমু

তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তোলার জন্য এক বছরমেয়াদি এই কোর্সটি চালু করেছেন। সারা দেশের মানুষ অনলাইনে এই কোর্সটি সম্পন্ন করে নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারবেন।

এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি মূলত নানা ধরনের কোর্স পরিচালনা করছে। মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করাই আমাদের মূল উদ্দেশ্য। করোনাভাইরাসের কারণে যাদের কর্মসংস্থান নেই, তাদের নতুন কর্মক্ষেত্রে যোগ দেয়ার উপযোগী করে তোলার জন্য একটি নতুন কোর্স শুরু করেছি। এখন পর্যন্ত আশাব্যঞ্জক সাড়াও পাচ্ছি। সামনে সময়োপযোগী আরও কিছু কোর্স চালুরও পরিকল্পনা করছি।’ এদিকে অভিনয়েও মাঝে মধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে।

লকডাউনের আগে ‘ঘোলা’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘তিথির সারাবেলা’ নামের একটি এক ঘণ্টার নাটকেও অভিনয় করেছেন। নাটকটি আগামী ঈদে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে