ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

৪ লখের অধিক মানুষ মারা যাওয়ার পরে সবচেয়ে বড় সুখবর দিলো নিউজিল্যান্ড

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ০৮ ১৬:৩৩:১৩
৪ লখের অধিক মানুষ মারা যাওয়ার পরে সবচেয়ে বড় সুখবর দিলো নিউজিল্যান্ড

সোমবার (৮ জুন) সকালেই নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, সেদেশের শেষ কোভিড-১৯ পজিটিভ রোগী এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাই বর্তমানে আর কোনো করোনা রোগী নেই নিউজিল্যান্ডে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড সোমবার বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, সবশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি এখন উপসর্গমুক্ত।

করোনা পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে৷ আবার এমনও অনেক দেশ রয়েছে, যেখানে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটছে৷ এমন অবস্থার মধ্যেও করোনাশূন্য হলো নিউজিল্যান্ড। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে সফল ওশিয়ানিয়ার এ দেশ।

এমন ঘোষণা এখনও পর্যন্ত খুব কম দেশই জানাতে পেরেছে। এরইমধ্যে লকডাউন কাটিয়ে উঠে কাজে ফিরেছেন কিউইরা। করোনার জন্য যে সমস্ত বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছিল, সেগুলিকেও ধাপে ধাপে তুলে নেয়া হবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা নাগাদ দেশটি করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিতে পারে। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫০৪ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে ২২ জন মা’রা গেলেও বাকি ১৪৮২ জন সুস্থ হয়েছেন। দেশটি এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করিয়েছে।

গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৬ হাজার ১০৭ জনের মৃ’ত্যু হয়েছে। মোট আ’ক্রা’ন্ত ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন। মৃ’ত এবং আ’ক্রা’ন্তের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯১ জনের মৃ’ত্যু হয়েছে।

তাতে সেখানে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের প্রাণ গেল নতুন এই রোগে। মোট আ’ক্রা’ন্ত ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন। গতবছর ডিসেম্বরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয় চীনে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এ ভাইরাসের সংক্রমণ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে