ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

লকডাউনমুক্ত ঘোষণা করা হলো ঢাকার এই ১১ টি এলাকা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ০৭ ১৮:৪৭:৩১
লকডাউনমুক্ত ঘোষণা করা হলো ঢাকার এই ১১ টি এলাকা

ইয়েলো জোনে থাকা এলাকাগুলো আংশিক লক ডাউন ও গ্রিন জোনে থাকা এলাকাগুলো লক ডাউনমুক্ত। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার (৬ জুন) সর্বশেষ আপডেট করা তালিকায় দেখা যাচ্ছে, ঢাকায় ১১টি এলাকা লকডাউনমুক্ত ঘোষণা করা হয়েছে। এলাকাগুলো হল-

১. উত্তরখান থানা।২. ক্যান্টনমেন্ট থানা।৩. খিলগাঁও থানা।

৪. তুরাগ থানা।৫. বনানী থানা।৬. ভাষানটেক থানা।

৭. মতিঝিল থানা।৮. রামপুরা থানা।৯. রূপনগর থানা।

১০. শাহবাগ থানা।১১. শ্যামপুর থানা।

আরো পড়ুন:- জামালপুরে নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত: জামালপুরে নতুন করে আরো ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মৎস্য কর্মকর্তা, পুলিশের দুজন এসআই, একজন নারী পোশাককর্মী, ক্যান্সারে আক্রান্ত এক নারী ও একজন নারী পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার জামালপুরের ৯৯টি নমুনা পরীক্ষায় জেলার চার উপজেলায় ১২ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে ইসলামপুরে পাঁচজন, মাদারগঞ্জের তিনজন, মেলান্দহের দুজন ও সরিষাবাড়ীর দুজন রয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে