ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সৌদিতে প্রবাসীদের জন্য চরম দুঃসংবাদঃআবারও কারফিউ জারি, মসজিদে বন্ধ নামাজ

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ০৬ ২৩:০১:২১
সৌদিতে প্রবাসীদের জন্য চরম দুঃসংবাদঃআবারও কারফিউ জারি, মসজিদে বন্ধ নামাজ

সৌদি প্রেস এজেন্সি ( এসপিএ) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। অর্থাৎ জেদ্দা অঞ্চলে আবারও বাড়লো কারফিউর সময়। কারফিউ শুরু হবে বিকেল তিনটায়। শেষ হবে ভোর ছয়টায়।

চলমান করোনা সঙ্কটে সমগ্র সৌদি আরবে চলছিল কারফিউ শিথিলের দ্বিতীয় ধাপ। এই ধাপে দিনভর অফিস, আদালত ব্যবসায়িক কর্মযজ্ঞ চলার পর, রাতের ৮ টা থেকে

সকাল ৬ টা পর্যন্ত চলছিল কারফিউ। তবে, পরিস্থিতি বিবেচনাতে জেদ্দার কারফিউর সময় এবং বিচরণক্ষেত্র সীমাবদ্ধ করা হলো আবারও।আসুন দেখে নেওয়া যাক সার্বিকভাবে জেদ্দাতে কি কি নিয়ম পরিবর্তিত হল।

১/ রাত ৮টা পরিবর্তে বিকাল ৩ টা থেকে কারফিউ শুরু হয়ে সকাল ৬টায় শেষ হবে। ২/ মসজিদে শুধু আজান হবে। নামাজ পড়া বন্ধ থাকবে। ৩/ সরকারী এবং বেসরকারী

অফিস,আদালত সমূহ বন্ধ থাকবে । ৪/ ৫ জনের বেশী জমায়েত হওয়া একেবারেই নিষিদ্ধ।

৫/ খাবার হোটেল আবার বন্ধ করা হল। শুধুমাত্র পার্সেল/ টেকঅ্যাওয়ে নেওয়া যাবে। ৬/ অভ্যন্তরীণ বিমান চলাচল এবং ট্রেন, বাস চলাচল করবে। ৭/ কারফিউ শিথিল এর সময় অর্থাৎ সকাল ছয়টা থেকে বিকেল তিনটে পর্যন্ত জেদ্দা থেকে বের হওয়া যাবে এবং জেদ্দায় প্রবেশ করা যাবে।

তবে ইতিপূর্বে উল্লেখিত অন্যান্য নির্দেশনা সমূহ সময় বলবত থাকবে। অভ্যন্তরীণ ফ্লাইট সমূহের ক্ষেত্রে প্যাসেঞ্জারের সাথে থাকা বোর্ডিং পাস অথবা টিকেট প্যাসেঞ্জারের অনুমতি বহন করবে।

গত ২০ মার্চ সৌদি আরবের সকল মসজিদে নামাজ পড়া স্থগিত হয়ে যাবার পর দীর্ঘ ১১ সপ্তাহ পর আজ( ৬ জুন) সৌদি আরবের মসজিদ সমূহে আবার জুম্মার নামাজ অনুষ্ঠিত হল। আবার আজই জেদ্দায় মসজিদে নামাজ আদায় স্থগিত হয়ে গেল।

উল্লেখ্য যে আগামীকাল ৬ জুন থেকে আগামী ২১ জুন পর্যন্ত ১৫ দিনের এই বিধিনিষেধগুলো কেবলমাত্র জেদ্দার জন্য প্রযোজ্য। তবে প্রয়োজনে সৌদি আরবের যে কোন অঞ্চলেই পরিস্থিতির সাপেক্ষে এই বিধিনিষেধ সমূহ চালু হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে