ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ব্যাপক প্রাণহানির পর করোনা ভ্যাকসিন নিয়ে আবার দারুন সুখবর দিল ব্রাজিল

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ০৪ ১৮:২০:১০
ব্যাপক প্রাণহানির পর করোনা ভ্যাকসিন নিয়ে আবার দারুন সুখবর দিল ব্রাজিল

ইউনিফেস্প জানিয়েছে, গত মঙ্গলবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাকে ব্রাজিলে তাদের ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছে অ্যানভিসা। এ পরীক্ষায় অন্তত দুই হাজার মানুষ অংশ নেবেন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হবে এ কার্যক্রম।

ব্রাজিলে এ গবেষণায় নেতৃত্ব দেবেন ইউনিফেস্পের রেফারেন্স সেন্টার ফর স্পেশ্যাল ইমিউনোবায়োলজিক্যালসের (সিআরআইই) সমন্বয়ক লিলি ইন ওয়েক্স। তিনি বলেন, ‘এই মুহূর্তে গবেষণাটি চালিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংক্রমণ যখন বাড়তে থাকে তখন পরীক্ষার ফলাফল আরও জোরালো হয়।’

ইউরোপ-আমেরিকায় করোনা সংক্রমণের হার কমে আসায় গবেষক ও প্রস্তুতকারকরা ভ্যাকসিন পরীক্ষার জন্য লাতিন আমেরিকা-আফ্রিকার মতো এলাকায় নতুন হটস্পট খুঁজছেন।

ব্রাজিলের সবচেয়ে বড় রাজ্য ও লাতিন আমেরিকায় করোনা সংক্রমণের কেন্দ্র সাও পাওলোতে এক হাজার মানুষের ওপর অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। পরীক্ষার জন্য করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন কিন্তু এখনও আক্রান্ত নন এমন ব্যক্তিদের খুঁজছেন গবেষকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে