ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

২৬ টাকার ভাড়া এখন গুনতে হবে যত টাকা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ০১ ১৬:১৩:৫৩
২৬ টাকার ভাড়া এখন গুনতে হবে যত টাকা

আর এটি বাস্তবায়ন করতে গিয়ে পরিবহন মালিকদের দাবির প্রেক্ষিতে বাসভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করায় ২৬ টাকার ভাড়া এখন ৪০ টাকা গুনতে হচ্ছে যাত্রীদের।

সোমবার (১ জুন) রাজধানীর আজিমপুর-মিরপুর রোডের বিভিন্ন বাসের চালক ও যাত্রীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চালু হয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে সরকারি বিআরটিসি বাস সার্ভিসের পাশাপাশি বেসরকারি মালিকানার বিভিন্ন বাস চলাচল করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি বাসের গেটে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিহিত হেলপাররা জীবাণুনাশক স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছেন। বাসে ওঠার আগে যাত্রীদের হাতে স্প্রে করে তবেই উঠাচ্ছেন। প্রথম দিন অধিকাংশ বাসে যাত্রীসংখ্যা ছিল অপেক্ষাকৃত কম। তবে সরকারের নির্দেশনা মেনে দুই আসনে একজন করে যাত্রী বসাচ্ছেন তারা।

আজিমপুর বাসস্ট্যান্ডে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বাসচালক আবুল কালাম বলেন, আজিমপুর থেকে মিরপুরের ভাড়া আগে ছিল ২৬ টাকা। বাসের মোট আসনের অর্ধেক ফাঁকা রাখতে বলায় ক্ষতি পোষাতে ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ভাড়াবৃদ্ধির কারণে করোনার ভয়ে আজ যাত্রী অনেক কম।

রাজধানীর নীলক্ষেতে মিরপুরে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ লোকমান হোসেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণপরিবহনে বেশিরভাগ স্বল্পআয়ের লোকজনই চলাচল করে। করোনাভাইরাসের সংক্রমিত হওয়ার ভয় থাকলেও জীবন ও জীবিকার তাগিদে এই মানুষগুলো গণপরিবহনে যাতায়াত করবে।

মানুষের আয়-রোজগার এক টাকাও পারেনি, বরং অনেকেই চাকরি হারিয়েছেন, ব্যবসা-বাণিজ্য এখন শূন্যের কোটায়। এক্ষেত্রে আগের তুলনায় ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে