ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ৩১ ১৪:২৫:০৭
এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

রোববার দুপুরে ফেসবুক লাইভে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি পরীক্ষা যথা সময়ে শুরু করা যায়নি। সব প্রস্তুতিও সম্পন্ন করেও আমাদের পিছিয়ে যেতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। কারণ সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা।

পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ তিনি বলেন, আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। এসব কিছু না করতে পারলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে। কোনোভাবেই এ ঝুঁকি এই মুহূর্তে নেয়া সম্ভব নয় বলে আমরা মনি করি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, যখনই আমরা মনে করবো পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হয়েছে, তখনই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে প্রস্তুতির জন্য ১৫ দিন সময় দেয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে