ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

করোনা আক্রান্তের মৃত্যুর শয্যায় লেখা শেষ চিঠি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ৩১ ১৩:৫০:৫৪
করোনা আক্রান্তের মৃত্যুর শয্যায় লেখা শেষ চিঠি

দে‌হে বা‌ড়ে তাপ লা‌গে জ্বর জ্বর,

গলা টি‌পে ধ‌রে কোন বর্বর?হাঁটা-চলা নেই দেহ ঠুস ঠুস,পোঁকা খে‌তে চায় পু‌রো ফুসফুস।

গা‌ছে আ‌ছে ফুল তা‌তে নেই ঘ্রাণ,বুক ধুকপুক বু‌ঝি নেই প্রাণ।ক‌তো কিছু খায় কো‌নো নাই স্বাদ,চ‌লে তদবীর কিছু নাই বাদ।

চোখ ঘুম ঘুম থা‌মে নিশ্বাস,কো‌নো ওষু‌ধেই নাই বিশ্বাস।শেষ হ‌বে বু‌ঝি এই গল্প,ঘ‌ড়ি চ‌লে ত‌বে দম অল্প।

শু‌য়ে বিছ‌ানায় ক‌তো কাতরাই,ব‌লো বাঁচ‌বো কি এই যাত্রায়?য‌দি বেঁচে যাই খুব হাস‌বো,আর তো‌মা‌দের ভা‌লোবাস‌বো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে