ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সৌদি ও আবুধাবিতে প্রবাসীদের জন্য দুঃসংবাদঃ ২ বাংলাদেশির মৃত্যু

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ৩১ ১১:১৩:৫৩
সৌদি ও আবুধাবিতে প্রবাসীদের জন্য দুঃসংবাদঃ ২ বাংলাদেশির মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সৌদি আরবে মৃত্যুবরণকারী মোশারফ হোসেনের বাড়ি সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম (গাজীখালী) এলাকার মৃত হাজী মোকছেদ আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার মৃত্যু নিশ্চিত করেছেন তার ছোট ভাই সৌদী প্রবাসী মো. আমজাদ হোসেন। তিনি আরও জানান, করোনায় আক্রান্ত মোশারফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে থাকার পরে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, মোশারফ ভাল লোক ছিল তার পরিবারের পক্ষ থেকে আমার কাছে এসেছিল। পরিবারে পক্ষ থেকে লাশ সৌদি আরবে দাফন করতে সম্মতি দিয়েছে। এজন্য যাবতীয় কাগজপত্র ঠিক করে অ্যাম্বেসিতে দ্রুত পাঠানো হবে।ফেনী প্রতিনিধি জানান, করোনায় মারা যাওয়া বাবুল দাগনভূঞা পৌরসভার উত্তর জগতপুর গ্রামের মৌলভী আবুল হাসেমের বাড়ির মরহুম মৌলভী মো. আবদুল হাদীর ছোট ছেলে ও সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের ছোট ভাই। বাবুলের মৃত্যুর বিষয়টি তার বড় ভাই জয়নাল আবেদীন জানিয়ে বলেন, মৃত্যুকালে বাবুল স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে