ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজঃ ল‌ঞ্চের অগ্রিম টি‌কিট বিক্রি শুরু, পাবেন যে ভাবে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ৩০ ১৬:৫৭:৫৯
ব্রেকিং নিউজঃ ল‌ঞ্চের অগ্রিম টি‌কিট বিক্রি শুরু, পাবেন যে ভাবে

শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় নগরীর বিভিন্ন সড়‌কে থাকা লঞ্চের বু‌কিং কাউন্টার থে‌কে অগ্রিম টিকিট বি‌ক্রি শুরু হয়। সুন্দরবন ল‌ঞ্চের বু‌কিং কাউন্টা‌রে স্বাস্থ্যবিধি মে‌নে কার্যক্রম শুরু হয়।

বেলা বাড়ার সা‌থে সা‌থে যাত্রী‌দের ভিড় বাড়‌তে শুরু ক‌রে। সামাজিক দূরত্ব মেনে টিকিট বিক্রি কার্যক্রম চলে। স্বাস্থ্যবিধি পু‌রোপু‌রি মে‌নে চলা উচিত ব‌লে জানান যাত্রীরা।

এদিকে, সুন্দরবন ল‌ঞ্চের মা‌লিক ও কে‌ন্দ্রীয় লঞ্চ মা‌লিক স‌মি‌তির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জনান, আগামী ১০ জুন পর্যন্ত চল‌তি ভাড়ায় যাত্রী প‌রিবহন করা হ‌বে। না পোষা‌লে বিআইড‌ব্লিউ কর্তৃপক্ষর সা‌থে আলোচনা করা হ‌বে।

এদিকে, স্বাস্থ্যবিধি মে‌নে লঞ্চ চলাচল করা হ‌বে ব‌লে জানান এই ল‌ঞ্চ মা‌লিক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে