ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নিজের দল থেকে বহিস্কৃত হয়ে যা করতে যাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২৯ ২২:০১:৩৭
নিজের দল থেকে বহিস্কৃত হয়ে যা করতে যাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

বহিস্কৃতদের মধ্যে মাহাথির ছাড়াও তার ছেলে মুখরিয রয়েছেন। আজ বহিস্কৃত পাঁচ জন এক যৌথ বিবৃতিতে বলেছেন, 'দলের সভাপতি নিজের পদ হারানোর ভয়ে কোনো বৈধ কারণ ছাড়াই একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।'

দলের অভ্যন্তরীণ নির্বাচনে বেরাসাতু পার্টির সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী হেরে যাবেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

গত সপ্তাহে সংসদে বৈঠককালে বিরোধী দলের আসনে বসেন মাহাথির ও অপর চার জন। এ কারণেই তাদেরকে বহিস্কার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মুহিউদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করে সংসদে আস্থাভোট ও দলের অভ্যন্তরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন মাহাথির। কিন্তু করোনাভাইরাসের কারণে এর কোনোটিই এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

৯৫ বছর বয়সী মাহাথির এক সময় ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার সভাপতির দায়িত্বও পালন করেছেন।

দীর্ঘদিনের ক্ষমতা ভাগাভাগির লড়াইয়ের পর জোট ভেঙে গেলে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহাথির। পার্সটুডে

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে