ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মালয়েশিয়ায় অবৈধদের জন্য জরুরী বার্তা, অভিবাসী বিরোধী অভিযান জোরদার করা হবে

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২৯ ২১:০৫:১৮
মালয়েশিয়ায় অবৈধদের জন্য জরুরী বার্তা, অভিবাসী বিরোধী অভিযান জোরদার করা হবে

ইতিমধ্যেই সেদেশের সিনিয়র মন্ত্রী সিকিউরিটি ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, মহামারী করোনাভাইরাসে আক্রান্তের বাড়ছে অবৈধ অভিবাসীদের মধ্যে। তাই অবৈধ অভিবাসীদের আটকে অভিযান চালানো হবে।

এসময় তিনি বলেন, বিভিন্ন জেলখানায় বন্দী অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে যেসব অভিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে। আগামী ১ লা জুন থেকে বিদেশীরাও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে তবে তাদের হোম কোয়ারেন্টাইনের জন্য মালায় রিংগিত ২১০০(টাকা ৪০,৫০০) দিতে হবে। তাহলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে। সেদেশের অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, তিন টি ডিটেনশন ক্যাম্পে বিদেশি অভিবাসীদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ শতর বেশি। যার মধ্যে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ৫১ জন।

এছাড়াও ২ হাজারের বেশি অভিবাসীদের রিপোর্ট এখনো হাতে আসেনি। যার কারণে ঐ তিনটি ডিটেনশন ক্যাম্পে কর্মরত ইমিগ্ৰেশ অভিসারদের করোনা ঝুঁকি থাকায় তাদেরকেউ হোম কোয়ারেন্টাইন নিচ্চিত করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে