ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

এই মাত্র পাওয়াঃ করোনায় মৃত্যুর রেকর্ডে চীনকে ছাড়াল ভারত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২৯ ১৭:৫৫:২৫
এই মাত্র পাওয়াঃ করোনায় মৃত্যুর রেকর্ডে চীনকে ছাড়াল ভারত

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ভারতে প্রায় ১ লাখ ৬৬ হাজার জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যার হিসেবে চীনের (৮৪ হাজার ১০৬) চেয়ে তা প্রায় দ্বিগুণ।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ভারতে ৪ হাজার ৭০৬; আর চীনে ৪ হাজার ৬৩৮।

চীনে গত ডিসেম্বরে প্রথম নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর তা ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ লাখের বেশি।

ভারতে করোনাভাইরাসের আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় জানুয়ারি মাসের শেষ দিকে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৭ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা বিশ্বে সবচেয়ে বেশি।

আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে যথাক্রমে ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানি এবং তারপর ভারত। তুরস্ক আছে দশম স্থানে। আর চতুর্দশ স্থানে থাকা চীনের আগে আছে ইরান, পেরু ও কানাডা।

সম্প্রতি বিশেষ ট্রেন ও ফ্লাইটে ভারতজুড়ে নাগরিকদের চলাচল এবং লকডাউনের কিছু বিধিনিষেধ শিথিল করার পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেক রাজ্য আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ হিসেবে অন্য রাজ্য থেকে মানুষ আসার কথাও বলা হচ্ছে।

উল্লেখ্য, ভারতে লকডাউন চলছে গত ২৫ মার্চ থেকে। কয়েকবার সময়সীমা বাড়ানোর পর লকডাউনের চতুর্থ ধাপ শেষ হচ্ছে আগামী ৩১ মে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে