ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সৌদি প্রবাসীদের জন্য দারুন সুখবরঃ চালু হচ্ছে বাস-ট্রেন-বিমান চলাচল

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২৯ ১২:৩৯:৫৫
সৌদি প্রবাসীদের জন্য দারুন সুখবরঃ চালু হচ্ছে বাস-ট্রেন-বিমান চলাচল

লকডাউনের কারণে বন্ধ থাকার পর, সৌদি আরবের সাধারণ মুসল্লিরা আবারো পাচ্ছেন মসজিদে নামাজ আদায়ের সুযোগ। আগামী ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কা ছাড়া অন্যান্য শহরগুলোতে মসজিদে নামাজ আদায় করতে পারবেন সাধারণ মানুষ। তবে এ জন্য মেনে চলতে হবে সরকারি নির্দেশনা। এতে খুশি স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়াও জীবনযাত্রা স্বাভাবিক করতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। অভ্যন্তরীণ রুটে বিমানের পাশাপাশি চালু হচ্ছে ট্রেন ও বাস চলাচল। পবিত্র নগরী মক্কা ছাড়া অন্যান্য সব প্রদেশে, সকাল ৬টা হতে বিকেল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

করোনা মহামারি নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পরে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়।

সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। ১৭২ বাংলাদেশিসহ মারা গেছেন প্রায় সাড়ে ৪শ' মানুষ। তবে এরমধ্যেই সৌদি সরকারের লকডাউন শিথিলতা কি পরিণাম ডেকে আনে, সেটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে