ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

লকডাউনের মধ্যে যেমন কাটছে মালয়েশিয়ায় ঈদ উৎসব

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২৪ ১৫:৩৫:০৮
লকডাউনের মধ্যে যেমন কাটছে মালয়েশিয়ায় ঈদ উৎসব

করোনা প্রাদুর্ভাবের কারণে শুরু থেকে স্বল্প পরিসরে (৩০জন) মসজিদ গুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ সকালে হঠাত তাও বাতিল করা হয় । ফলে এ বছর দেশটির কোথাও ঈদের জামাতের আয়োজন করা হয়নি।

প্রতিবছর কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে মসজিদ গুলোতে স্থানীয়দের এবং বাংলাদেশ অধ্যুষিত এলাকা গুলোতে অনুমতি নিয়ে খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও। ফলে সকলকে নিজ নিজ গৃহেই ঈদের নামায আদায় করতে হয়।

এমন অবস্থার মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বেকারত্ব ও টানা লকডাউনের কবলে পড়ে বৈশ্বিক এ মহামারীর ছোবলে এবার প্রবাসীদের মনে এবার এমনিতেই নেই কোনো ঈদ আনন্দ, ছিলোনা তেমন ঈদের প্রস্তুতিও।

তাই স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদেরও এবারের ঈদটা হচ্ছে একেবারেই ভিন্ন । করোনার কারণে এখনো কর্মহীন হয়ে দিন পার করছে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। লকডাউন শুরু প্রারম্ভে কাজ থাকলেও বেতন পাননি অনেকে ।

বিভিন্ন দেশের মত বন্ধ রয়েছে দেশটির ছোট-বড় অনেক কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হওয়ায় সবাই আবার আশায় বুক বাঁধছে । তারা আশা করছেন আবার ঘুরে দাঁড়াতে পারবেন খুব শীগ্রই ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে