ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

করোনার মধ্যে বিয়ে করতে ৮০ কিমি পথ হেঁটে বরের বাড়ি গেলেন তরুণী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২৪ ১৩:৪৮:৫৭
করোনার মধ্যে বিয়ে করতে ৮০ কিমি পথ হেঁটে বরের বাড়ি গেলেন তরুণী

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, গত ৪ মে তাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। তবে লকডাউনের কারণে বিয়ে স্থগিত হয়ে যাওয়ায় বেশ চিন্তায় পড়ে যান ওই যুগল। বাগদত্তা ভিরেন্দ্র কুমারের সঙ্গে (২৩) ফোনে যোগাযোগ রাখছিলেন ওই তরুণী। এক পর্যায়ে পায়ে হেঁটে গিয়ে হবু বরের বাড়িতে পৌঁছে যান গোলদি। পরে বরপক্ষ একটি পুরোনো মন্দিরে তাদের বিয়ের আয়োজন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই দম্পতির বিয়ের ছবি। এতে দেখা গেছে, লাল শাড়ি পরেছেন কনে আর বর পরেছেন সাদা শার্ট। মুখে ছিল তাদের মাস্ক। বিয়েতে স্থানীয় একজন সমাজকর্মীও উপস্থিত ছিলেন।

এনডিটিভি জানায়, গত দু’মাসে করোনা সংক্রমণের মোকাবিলা করতে দেশব্যাপী লকডাউন জারি হওয়ার ফলে বহু বিয়ে ভেস্তে গেছে। শহরের বহু পাত্র-পাত্রী ‘জুম’-এর মতো ভিডিও অ্যাপের সাহায্যে ‘ভার্চুয়ালি’ বিয়ে সেরেছেন। আত্মীয়স্বজনরা ওই অ্যাপের মাধ্যমেই বিয়ের সাক্ষী থাকেন।

এদিকে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৭০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২০ হাজারের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে