ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাসঃ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড গড়ল ভারত, মৃত ১৪৭

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২৪ ১৩:১১:০৮
করোনা ভাইরাসঃ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড গড়ল ভারত, মৃত ১৪৭

দেশটিতে এক দিনে করোনায় রেকর্ড সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ছয় হাজার ৭৬৭ জন। এ নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৩১ হাজার ৮৬৮ জনে। ভারতে করোনায় মৃতের সংখ্যা তিন হাজার ৮৬৭ জন। শুধু গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৪৭ জন। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতে করোনা থেকে সুস্থ হয়েছে ৫৪ হাজার ৪৪১ জন। মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও দিল্লি রাজ্যে আক্রান্তের সংখ্যা ভারতে মোট আক্রান্তের প্রায় ৬৮ শতাংশ। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যায় অনেক দিন ধরেই শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৮২। অন্যদিকে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২৬৫ জনের। আক্রান্ত তিন ৩৩২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৩৫ জন। যদিও রাজ্য সরকারের হিসাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯৩। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে