ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

এই মাত্র পাওয়া : এইমাত্র সৌদিতে কারফিউর নতুন ঘোষণা জারি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২৩ ২০:৩৫:০৮
এই মাত্র পাওয়া : এইমাত্র সৌদিতে কারফিউর নতুন ঘোষণা জারি

কারফিউ চলাকালীন সময়ে খোলা থাকবে সুপারমার্কেট, বাকালা, রেস্টুরেন্ট! সৌদি আরবে আগামী ২৩ মে হতে পারে সম্ভাব্য ঈদুল ফিতর। আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ৫ দিন সমগ্র সৌদি আরবে ২৪ ঘন্টার কারফিউ জারি থাকবে। কারফিউ চলাকালীন সময়ের বেশকিছু আইন, নিয়ম ও নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। কারফিউ

চলাকালীন সময়ে সুপারমার্কেট, বাকালা, হাইপারমার্কেট ও ফুয়েল স্টেশন ২৪ ঘন্টাই খোলা রাখা যাবে। মাংস ও সব্জির দোকান, এবং গ্যাস সিলিন্ডার রিফিল স্টেশন খোলা রাখা যাবে ভোর ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকান খোলা রাখা যাবে। ঈদের দিনগুলোতে এই কারফিউ চলাকালীন সময়ে যদি কেউ কোন প্রয়োজনে বের হতে চান, তবে তাওয়াক্কালনা অ্যাপ ব্যবহার করে পারমিট গ্রহণ করতে হবে। একজন মানুষ এক সপ্তাহে সর্বোচ্চ ৪ বার বাইরে যাবার পারমিট পাবেন। এবং প্রতিবারে দিনে একবার, সর্বোচ্চ ১ ঘন্টা বাইরে অবস্থান করতে পারবেন। ১৫ বছরের কমবয়সীদের অভিভাবকের সাথে বাইরে যাবার জন্য পারমিট এর প্রয়োজন

হবে না। তবে, ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোররা সুপারমার্কেট এবং হাইপারমার্কেটে যেতে পারবেন না। তাওয়াক্কালনা অ্যাপ ব্যবহার করে পারমিট সংগ্রহ করার জন্য এবশের এর প্রয়োজন হবে, যাদের এবশের আইডি নেই তারা তাওয়াক্কালনা অ্যাপ ব্যবহার করে বাইরে যাবার পারমিট সংগ্রহ করতে পারবেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে