ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

আম্পানের পর এবার বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'নিসর্গ'

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২৩ ১৭:৩৯:১৬
আম্পানের পর এবার বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'নিসর্গ'

তিনি ঐ স্ট্যাটাসে আরো বলেন, আমরা অতি খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, সবাই শক্ত থাকুন, ধৈর্য হারাবেন না। বঙ্গোপসাগরজুড়েই একটি জরুরি সতর্কতা জারি দরকার। তিনি জানান, 'নিসর্গ' নামের ঝড়টির জন্ম আন্দামান নিকোবারের দক্ষিণে।

এর আগে ২৫ এপ্রিল ঘূর্ণিঝড় আম্পানের আগমনের শঙ্কা প্রকাশ করেছিলেন ড. বিশ্বজিৎ নাথ। এই গবেষক তার আরেকটি স্ট্যাটাসে আশঙ্কা করেছেন আম্পান পরবর্তী ভয়াবহ বন্যার। সর্বশেষ তিনি জুনের আসন্ন ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করলেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানের কারণে ২৬টি জেলায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ১১শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা বলে জানিয়েছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে