ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে বিশাল সুখবরঃ এক দিনে সুস্থ ১৮১ পুলিশ সদস্য

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২২ ২১:২৮:২০
করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে বিশাল সুখবরঃ এক দিনে সুস্থ ১৮১ পুলিশ সদস্য

শুক্রবার (২২ মে) বিকেলে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাসায় গেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সারাদেশে এখন পর্যন্ত সাতশরও বেশি পুলিশ সদস্য করোনা থেকে সুস্থ হয়েছেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন এবং বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করে যাচ্ছেন।

পুলিশের সুরক্ষা প্রসঙ্গে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষাসামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে