ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

পানি বৃদ্ধি ৩ ফুট, মোংলা থেকে ২৫০ কিঃমিঃ দূরে আম্ফান

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২০ ১৬:২০:১৮
পানি বৃদ্ধি ৩ ফুট, মোংলা থেকে ২৫০ কিঃমিঃ দূরে আম্ফান

সুন্দরবন উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে সাড়ে ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দুর্বল বেড়িবাঁধ। ফলে উপকূল সংলগ্ন নিম্নাঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৬ টায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর,বরগুনাসহ উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এদিকে, মোংলা বন্দরে অবস্থানরত ১১টি পণ্যবাহী জাহাজ, নৌযান ও ট্যুারিস্ট বোর্ড নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় মোংলা বন্দর কর্তৃপক্ষ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে