ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডব শুরু, ঝড়ের গতি ১০৬-১৮৫ কি.মি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ২০ ১২:১৫:৩৬
ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডব শুরু, ঝড়ের গতি ১০৬-১৮৫ কি.মি

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, ওডিশার পারাদ্বীপে সর্বোচ্চ ১০৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। সুপার সাইক্লোন ‘আম্পান’র প্রভাবে বুধবার সকাল থেকে ওডিশার উপকূলীয় এলাকায় প্রচণ্ড ঝড় বইতে শুরু করে এবং মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।

প্রচণ্ড ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। কিছু কিছু জায়গায় গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো। এদিকে আবহাওয়া অফিসের বরাত দিয়ে এই সময় জানায়, সুন্দরবনের কাছ দিয়ে উপকূলে উঠে আসার সময় ‘আম্পান’র ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে

ইতোমধ্যে সকাল থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে। বেলা বাড়লেই শুরু হবে তাণ্ডব। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে বিকেল বা সন্ধ্যা নাগাদ।

পথে কিছুটা দেরি হলেই ভয়াবহ বিপদের মুখে পড়ে যেতে পারে উপকূলীয় এলাকা। বড়সড় পরীক্ষার সামনে পড়বে সুন্দরবনের বাঁধ। কারণ, রাত পৌনে ৯টার সময় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে জোয়ার। তার সঙ্গে ‘আমপান’র জলোচ্ছ্বাস মিশে গেলেই ফিরবে আয়লার দুঃসহ স্মৃতি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে