ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

করোনা ভাইরাসঃ একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়ল ভারত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১৮ ২২:১৮:২০
করোনা ভাইরাসঃ একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়ল ভারত

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুরুতেই লকডাউন করেছিল ভারত। চতুর্থ দফায় লকডাউন বাড়িয়ে তা আগামী ৩১ মে পর্যন্ত করা হয়েছে। তবে এরপরেও দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড ছাড়াল। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪২ জন ও মারা গেছেন ১৫৭ জন। আক্রান্তের মত মৃতের পরিসংখ্যানেও একদিনের রেকর্ড ছুঁয়ে ফেলল দেশটি।

চার দফায় ৬৮ দিনের লকডাউন পালন করছে ভারত। নতুন দফায় লকডাউনে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে সরকার। সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কেউ বের হতে পারবেন না। এছাড়াও ১০ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ১৪৪ ধারা বলবৎ থাকবে রাস্তায়।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ১৬৯ জন ও মারা গেছেন ৩ হাজার ২৯ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮২৪ জন।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ