ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশে করোনা চিকিৎসায় এই প্রথম একদিনেই দারুণ সাফল্য

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১৮ ২১:৫৩:২৪
বাংলাদেশে করোনা চিকিৎসায় এই প্রথম একদিনেই দারুণ সাফল্য

প্রাণঘাতী করোনাভাইরাস চিকিৎসায় দেশে প্লাজমা থেরাপিতে দারুণ সাফল্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ হাসপাতাল। থেরাপি দেয়ার পর রোগীদের অক্সিজেন নেয়ার ক্ষমতা বেড়েছে ৩০ থেকে ৬০ শতাংশ।

সোমবার (১৮ মে) হাসপাতালের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। সেই সঙ্গে আরো বড়ো আকারে প্লাজমা সংগ্রহের প্রস্তুতি চলছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর যারা পুরোপুরি সুস্থ হয়ে যান তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। আর সেই অ্যান্টিবডি যদি করোনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়, তাহলে তিনি সুস্থ হয়ে ওঠেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মানুষের রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা। রক্তে প্লাজমা থাকে ৫৫ ভাগ। করোনায় সুস্থ হওয়া ব্যক্তির অ্যান্টিবডি থাকে রক্তের প্লাজমায়। সেই প্লাজমা সংগ্রহ করে তা করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োগ করা হলে তিনি সুস্থ হয়ে ওঠেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে