ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

দেশে সকল প্রবাসিদের মর্যাদা নিয়ে যা বললেন বিএনপি নেত্রী আফরোজা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১৮ ২০:৫৬:৩৫
দেশে সকল প্রবাসিদের মর্যাদা নিয়ে যা বললেন বিএনপি নেত্রী আফরোজা

জীবনের ঝুঁ’কি নিয়ে তারা দেশের কল্যাণ কাজ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তরে।দেশের অর্থনীতির উন্নয়নের জন্য তারা লড়ে যাচ্ছে নিঃস্বা’র্থভাবে।তাদের লড়াই একটা যু’দ্ধের থেকে কম নয় ।অনেকে জীবন দিয়েও বাংলাদেশের নাম বিশ্বের বুকে লিখে যাচ্ছে ।শ্রদ্ধা জানায় তাদের ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফে’সবুকে বিএনপি মহিলাদলের সম্মানিত সভাপতি আফরোজা আব্বাস প্রবাসে বসবাসর’ত সকল প্রবাসিদের মুক্তিযো’দ্ধা বলে উ’ল্লে’খ্য করেছেন তিনি, নিচে উনার লিখাটি দেয়া হল। আমি জানিনা প্রবাসি ভাইদের কা’রণেই আজো আমাদের এই দেশের অস্তি’ত্ব টি’কে আছে।

তাদের উপর ভ’র করেই আমাদের সরকার দেশকে আজো উন্নত দেশ হিসেবে বলে বে’ড়াচ্ছে। আমি জানি, এই প্রবাসিদের অর্থে সংসদ সদ’স্যদের পাতের ভাত জু’টে। আমার মতে তারাই এই দেশের প্র’কৃত যু’দ্ধা । তারা আকাশে তাঁরা হয়ে দূরপ্রবাস থেকে দেশটকে অর্থ দিয়ে যাচ্ছে যে অর্থের শ’ক্তিতে সরকার প্রশা’সন নতুন প্রক’ল্পের স্বপ্ন বুনে।

আমার ব্যক্তিগত মতে প্রতিটা প্রবাসি এক একটা মুক্তিযো’দ্ধা তাদেরকে বলির পা’ঠা না বানিয়ে মু’ক্তিযো’দ্ধাদের মতোই মর্যা’দা দেয়া হোক। বী’র মু’ক্তিযো’দ্ধা যুদ্ধ করে আমাদের দেশটা স্বা’ধীন করেছেন কিন্তু দেশের প্রতিটা কাজে প্রক’ল্পে মিশে আছে প্রবাসিদের ঘা’মের অর্থ।দেশের জন্মদা’তা যদি হয় মু’ক্তিযো’দ্ধারা তাহলে দেশের পালনক’র্তা প্রবাসিরা।

করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়েই প্রা’ণঘাতী এ ভাই’রাসে আ’ক্রান্ত হয়েছেন ব্রিটেনের হাসপাতা’লে কর্ম’রত বাংলাদেশি বংশোদ্ভূত নার্স ইজমি আহমেদ। তবে করো’না যু’দ্ধে জয়ী হয়ে ফের আ’ক্রান্ত রোগীদের সেবায় দিতে কাজে যোগ দিয়েছেন তিনি।

করো’না মহামা’রির প্রথম থেকেই তিনি যু’ক্তরাজ্যের বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতা’লের নার্স হিসেবে কর্ম’রত ছিলেন। ইজমি আহমেদ বার্মিংহামের কমিউনিটি নেতা ও সিলেট জে’লার গোপালগঞ্জ উপজে’লার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা লিটু আহমেদ জুম্মা’র মে’য়ে।

তিনি করো’না আ’ক্রান্ত হওয়ার পর ডাক্তারের পরাম’র্শে পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে ছিলেন। দীর্ঘদিন অ’সুস্থ থাকার পর করো’না জয় করে তিনি ফের নেমে পড়েন মানব সেবায়।এই মানব সেবায় বিশ্ব তাকে চির স্মরণীয় করে রাখবে ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে