ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

এতো দিন পরে এই দেশটিতে এই প্রথম করোনায় মৃত্যু

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১৭ ১৪:১২:৫৫
এতো দিন পরে এই দেশটিতে এই প্রথম করোনায় মৃত্যু

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তি একজন ২৯ বছরের নারী। তিনি রাজধানী কাঠমান্ডু সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি একজন নবজাতকের মা। রাজধানী কাঠমান্ডু থেকে ৯০ কিলোমিটার দূরে সিন্ধুপালচুক জেলায় এ ঘটনা ঘটে। অসুস্থ ওই মাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নবজাতকসহ তার পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

নেপাল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যেখানে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে জানুয়ারিতে। দ্বিতীয় রোগী শনাক্তের পর পরই গত ২৪ মার্চ থেকে দেশটি লকডাউনে চলে যায়। এখন পর্যন্ত দেশটিতে ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে তথ্য জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে