ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

জেনে নিন সৌদিতে কোন অঞ্চলে কত জন করোনায় আক্রান্ত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১৭ ১২:৫৫:০৮
জেনে নিন সৌদিতে কোন অঞ্চলে কত জন করোনায় আক্রান্ত

এদিকে একদিনে সুস্থ হয়েছেন রেকর্ড সংখ্যক ২ হাজার ৮১৮ জন।সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৮৬৯ জন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বন্দর নগরী জেদ্দায়; ৪৪৪জন।

এ ছাড়া মক্কা মুকাররমা ৪৪৩, রিয়াদ ৪১৯, মদিনা মুনাওয়ারা ১৫২, দাম্মাম ১৪৮, হুফুফ ১২৮, দিরিয়াহ ৬৬, তাবুক ৬২, আল জুবাইল ৫৬, তাইফ ৪১, আল জাহরান ৪০, ইয়ানবু ৪০, বুরাইদা ৩৩, আল খোবার ৩০, বাক্বিক ২৫, বেইশ ২৫, খামিস মুশাইত ১৮,কাতিফ ১৩, আমলুজ ১১, আল সেহান ১০, হেজাম আল জালামিয়াহ ৮, মাহাদ আল দাহাব ৬, হাইল ৬, মসহাইল আসির ৫, বিশাহ ৫, রাস তাননুরাহ ৫, মুজাইলিফ ৫, আল মাজামাহ ৪ আরও কিছু অঞ্চলে ১/২/৩ জন করে আক্রান্ত হয়েছেন।

নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৪১ শতাংশ সৌদি নাগরিক। বাকি ৫৯ শতাংশ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানা যায়। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে।

বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই আছে বর্তমানে বিশ্ব জুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৪৪ হাজার ৬৭০ জন। গোটা বিশ্বে ভাইরাসটি সংক্রমিত মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে