ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রবাসীদের জন্য চরম দুঃসংবাদঃ গ্রেপ্তারের নতুন কৌশল

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১৬ ২১:৩০:৩৮
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রবাসীদের জন্য চরম দুঃসংবাদঃ গ্রেপ্তারের নতুন কৌশল

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নতুন কৌশলে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি কাঁচাবাজার থেকে ১৪ শত বিদেশি অভিবা’সীদের গ্রে’প্তারের পর এবার মালয়েশিয়ার প্রান কেন্দ্র রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যু’ষিত এলাকায় পুডু প্রশা’সনের নিয়’ন্ত্রণে।

ইতিমধ্যেই ঐ এলাকায় অবস্থা’ন করা প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের আ’তঙ্কের কথা প্রকা’শ করে বলেন, পুডু এলাকার ভবন গুলোতে ল’কডা’উন করা হয়েছে। এছাড়াও সেদেশের পত্রিকায়’ফ’লাও করে প্রকাশ করা হয়।

শুক্রবার (১৫ মে) এই ঘটনায় সেদেশের সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিকদের বলেন, পুডু এলাকা প্রশাসনের নিয়’ন্ত্রণে রয়েছে, সেখানে নি’য়ন্ত্রণ আদেশ মু’ভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) চ’লমান নয়। এসময় তিনি আরো বলেন, সেখানে অব’স্থানরতদের ক’ভিড-১৯ পরী’ক্ষা করা হবে এবং যারা আ’ক্রান্ত হবে তাদেরকে হা’সপাতলে প্রের’ন করা হবে।

তিনি আরো যোগ করেন, সেখানে অবস্থা’ন কারিরা এমসিওর আন্ডারে নয়়়, তাই তাদের চলা’চলের কোন সম’স্যা নেই। তবে আমাদের প্রশা’সনের নিয়’ন্ত্রণে রয়েছে পুডু এলাকা। এটি সত্য নয় (পুডু ব’র্ধিত এমসিওর অ’ধীনে রয়েছে)। অঞ্চলটি কেবল প্রশা’সনিক নিয়’ন্ত্রণাধী’ন।

“বাসি’ন্দাদের চলাফে’রা করতে এবং খাবার গ্র’হণের অনুম’তি দেওয়া হয়েছে।

আমরা সবাইকে করো’না পরী’ক্ষা করবো। এদিকে একা’ধিক সূত্র জানিয়েছে, মুলত অ’বৈধভাবে অব’স্থানরত অভি’বাসীদের আ’টকের জন্য বিদেশি অ’ভিবাসী অধ্যু’ষিত এলাকাগুলোতে প্রশা’সনের নিয়’ন্ত্রণে নিয়ে তল্লা’শি করছে অভিবা’সন বি’ভাগ।

এসময় বৈধ কাগজপত্র দেখাতে ব্য’র্থ হলে তাদেরকে অভিবাস’ন আই’নে গ্রে’প্তার দেখা’নো হচ্ছে। উল্লেখ্য গত ১১ মে রাজধানীর কুয়ালালামপুরের পাইকারি কাঁচাবাজার সেলাইয়াং থেকে প্রায় ১৪শত অ’বৈধ অভিবা”সীদের গ্রে’প্তার করে সে দেশের অ’ভিবা’সন বিভাগ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে