ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরসঃ সর্বোচ্চ সংক্রমণের দিনে পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১৬ ১৩:৪৭:২৭
করোনা ভাইরসঃ সর্বোচ্চ সংক্রমণের দিনে পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী

দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

করোনাভাইরাসের কারণে ব্রাজিলের স্বাস্থ্যখাত ও চিকিৎসা পরিষেবার দুর্বলতা এখন স্পষ্ট। চিকিৎসা পরিষেবার ব্যর্থতার কারণে গত ১৬ এপ্রিল দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী লুইজ মানদেত্তাকে তার পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট জায়ের বোলসোরানো। এর পর নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার এক মাসের কম সময়ের ব্যবধানে পদত্যাগ করলেন নেলসন তেচ।

পদত্যাগের কারণ উল্লেখ না করে গতকাল শুক্রবার সম্প্রচার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেলসন তেচ বলেন, জীবন পছন্দসই হয় এবং আজ আমি আমার ইচ্ছা অনুযায়ী দায়িত্ব থেকে সরে গেলাম। এই কঠিন সময়ে এভাবে কোনো মন্ত্রণালয়ের সামনে থেকে দায়িত্ব পালন করা সহজ কাজ নয়।

ইয়েল স্কুল অব মেডিসিনের মহামারি বিজ্ঞানের একজন বিশেষজ্ঞ অ্যালবার্ট কো জানিয়েছেন, নেতৃত্বের অভাব এবং প্রশাসনিক দুর্বলতার জন্য স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে। তিনি বলেন, এই মহামারি মোকাবিলায় দুজন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব হস্তান্তরের কারণে দেশটির সামর্থ্যের উপর সত্যি মারাত্মক প্রভাব পড়বে।

করোনাভাইরাসে বেশ সঙ্কটে পড়েছে ব্রাজিল। দেশটির সর্বত্র এমনি ৩৮টি আদিবাসী গোষ্ঠির মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন পর্যন্ত এই মহামারিতে আক্রান্ত হয়েছে দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৬২ জনের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে