ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সৌদিতে করোনায় প্রান হারাল আরও এক বাংলাদেশী প্রবাসী

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১৫ ১৭:২২:৫৪
সৌদিতে করোনায় প্রান হারাল আরও এক বাংলাদেশী প্রবাসী

সৌদি আরবে বসবাসরত মাহফুজের সহদর মাসুদ সরদার মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, কর্মের সুবাধে তারা তিন ভাই দীর্ঘদিন থেকে সৌদি আরবে বসবাস করছেন।

এরমধ্যে তার মেঝ ভাই মাহফুজ সরদার দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরবের মক্কা নগরীতে রয়েছেন। সেখানে তিনি ট্যাক্সি চালক ছিলেন। কয়েকদিন আগে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত হয়ে মক্কা নগরীর জ্যাবেলে নুর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য যান।

রির্পোটে তার করোনা পজেটিভ আসায় তাৎক্ষণিক তাকে ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার ভোরে তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

নজরুল ইসলাম আরও জানান, গত ৫ মে হাসপাতালে শষ্যাশয়ী মাহফুজের সাথে তার ভিডিও কলে শেষ কথা হয়েছে। তখন তিনি (মাহফুজ) শুধু বলেছে, ভাই আমার অবস্থা ভালো না, আমার সন্তানদের দিকে খেয়াল রাখিও।

সূত্রমতে, বাংলাদেশ থেকে মৃত মাহফুজের ওয়ারিশগনের চেয়ারম্যান সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র যাওয়ার পর তাকে (মাহফুজকে) সরকারিভাবে দাফন করা হবে। বর্তমানে তার মৃত দেহ মক্কার জ্যাবেলে নুর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে