ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কাজের বুয়াকে চুমু দেওয়ায় নিজের সামি কে যে অবস্থা করল শিল্পা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১৫ ১৬:০৮:৩৬
কাজের বুয়াকে চুমু দেওয়ায় নিজের সামি কে যে অবস্থা করল শিল্পা

তবে শিল্পা শেঠি নিয়মিত মজার মজার ভিডিও বানিয়ে আপলোড করেন। এটিও ছিল তেমনই একটি ভিডিও।

ভিডিওতে দেখা যায়, ঘর গোছাচ্ছেন শিল্পা। এ সময় চুমু খেতে চাইছেন তার স্বামী। কিন্তু শিল্পা বলেন, এখন কাজের সময় এসব করো না।

তখন বাড়ির পরিচারীকা এটা শুনে বলেন, ঠিক বলেছেন ম্যাডাম। এটা আমি স্যারকে বোঝাতেই পারি না। এরপরই স্বামীকে মারধর শুরু করেন শিল্পা শেঠি। ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে।

এ মজার ভিডিওতে কাজের মেয়েটিও সেজেছেন শিল্পা নিজে। শেয়ার করে শিল্পা লেখেন, নজর হাটি, দুর্ঘটনা ঘটি। সাচ্চাই পাতা চলনে পর, পিট গেয়ে হামারে পতি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে